ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শিল্পকলায় ‘হাজার বছরের বাংলা গান’ আজ

প্রকাশিত: ০৬:২২, ২৯ জুলাই ২০১৭

শিল্পকলায় ‘হাজার বছরের বাংলা গান’ আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলা সঙ্গীতের রয়েছে বিচিত্র ধারা, সুরের বৈচিত্র্যময় ঐশ্বর্যভা-ার। চর্যাপদের ঘরে বাংলা গানের আদিনিবাস। আদিপর্ব থেকে আধুনিককাল পর্যন্ত বাংলা গানের গীত প্রকরণ ও গীতশৈলীর উপস্থাপনই ‘হাজার বছরের বাংলা গান’ শীর্ষক গীত আখ্যান। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বসবে বাংলা গানের ঐতিহ্যকে নিয়ে এ আসর। শিল্পকলা একাডেমি ও সরকারী সঙ্গীত কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এ গীত আখ্যান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খান। স্বাগত বক্তব্য রাখবেন সরকারী সঙ্গীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্টি হেফাজ। আলোচনা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সরকারী সঙ্গীত কলেজের পরিবেশনায় পরিবেশিত হবে ‘হাজার বছরের বাংলাগান’ শীর্ষক গীত আখ্যান।
×