ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে বক্তারা

স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কাজ করছে বিএসইসি

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জুলাই ২০১৭

স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কাজ করছে বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠন করতে কাজ করছে বিএসইসি। স্থিতিশীল পুঁজিবাজার গঠন করার জন্য ভাল বিনিয়োগকারী প্রয়োজন। এই বিনিয়োগকারী তৈরি করার জন্য দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে আগে মৌলিক কিছু বিষয় জানতে হবে। শনিবার রাজশাহীতে চলমান বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর সাহেববাজারে মুনলাইট কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএসইসির পরিচালক ফারহানা ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুল আলম, ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ রশিদ লালী, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান ও সিডিবিএলের উপব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির পরিচালক রেজাউল করিম। হেলাল উদ্দিন নিজামী বলেন, আগের যে কোন সময়ের চেয়ে অনেক ভাল অবস্থায় আছে পুঁজিবাজার। কারণ, ২০১০ সালে পুঁজিবাজারে সমস্যা হওয়ার পর বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি সংস্কার হয়েছে আমাদের পুঁজিবাজারে। কোন কোন জায়গায় সমস্যা, সেই বিষয়গুলো আমরা শনাক্ত করেছি। ওই আলোকে কাজ করছে কমিশন। ওই সংস্কারের সুফল পেতে শুরু করেছে বাজার। এখন চাইলেই কেউ আগের মতো কারসাজি করতে পারবে না। পুঁজিবাজারের সম্প্রসারণে বিএসইসি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ন্যাশনাল সিকিউরিটিজ এ্যাকাডেমি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা আগামী দিনের বিনিয়োগকারী ও যারা বাজার পরিচালনা করবেন সেই জনশক্তি তৈরি করতে পারব। মানুষের ভুল ধারণার অবসান ঘটিয়ে পুঁজিবাজারকে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে দেয়া সম্ভব হবে। সাপ্তাহিক লেনদেনে সেরা লংকাবাংলা ফাইন্যান্স অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৯ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৯৩ লাখ ৩১ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, ফু-ওয়াং ফুড লিমিটেড কেয়া কসমেটিকস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড।
×