ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করছে ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:৪০, ২০ জুলাই ২০১৭

বিএনপি নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করছে ॥ ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়। ইসি আওয়ামী লীগকে ক্ষমতা দিতে পারবে না। ইলেকশন কমিশনের (ইসির) কোন দলকে ক্ষমতায় নেয়ার ক্ষমতা নেই। কাজেই বিএনপি অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত যে প্রলাপ বকছে এটার কোন বাস্তব ভিত্তি নেই। বিএনপিকে আসলে ইসির অঙ্গীকার করতে হবে, তাদের ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা করবে, এ ধরনের কথা বললেই তারা খুশি হবে। এছাড়া বিএনপিকে খুশি করা যাবে না। কিন্তু তাদের কার্যকলাপে নির্বাচনী প্রক্রিয়ায় নানান ধরনের কথাবার্তা বলে, তারা নির্বাচনী প্রক্রিয়াকে বিঘ্নিত করছে এবং ইসিকে বিতর্কিত করছে। সেতুমন্ত্রী বলেন, ইসির রোডম্যাপের বাস্তবায়ন প্রক্রিয়া দেখে আমরা মন্তব্য করব। ইসি সবার, কোন দলের নয়। আমরাও আশা করব, ইসি সবাইকে সমান সুযোগ প্রদান করবে। তাদের ওপর আরোপিত যে সাংবিধানিক দায়িত্ব সে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ও বিদেশী শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় বসাতে পারবে এদেশের জনগণ। জনগণের ওপর আমাদের ভরসা আছে। ইসি যদি সংবিধানের বাইরে যায়, তাহলে আমরাও তার সমালোচনা করব। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী রাজধানীতে চলাচলকারী যানবাহন সম্পর্কে বলেন, রাজধানীতে যে যানবহনগুলো চলাচল করে সেগুলোর এত দৈন্যদশা ও জীর্ণতায় জড়িত দেখেই বোঝা যায় ফিটনেস নেই। গাড়ির ভেতরে বডি ও গ্লাসগুলো ঠিক নেই। গাড়ির বাইরের দৃশ্য বিদেশীদের কাছে আমাদের গরিব গরিব চেহারা লজ্জা দেয়। তিনি বলেন, বাংলাদেশের অর্জনের যে উচ্চতা, জিডিপির যে প্রবৃদ্ধি, মানুষের যে আয়ের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় এসব যানবাহন বিদেশীদের কাছে আমাদের লজ্জা দেয়। এসময় তার সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা।
×