ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসাবান্ধব বাজেট পাস করায় প্রধানমন্ত্রীকে শিপার্স কাউন্সিলের অভিনন্দন

প্রকাশিত: ০৬:০০, ৩ জুলাই ২০১৭

ব্যবসাবান্ধব বাজেট পাস করায় প্রধানমন্ত্রীকে শিপার্স কাউন্সিলের অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত করে জাতীয় সংসদে সংশোধিত অর্থবিল পাস করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিম এক বিবৃতিতে জানিয়েছেন, ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করা হয়। সেখানে বিদ্যমান প্যাকেজ ভ্যাট ব্যবস্থার পরিবর্তে সব ধরনের পণ্যে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়। এছাড়া প্রস্তাবিত বাজেটে ব্যাংকে জমাকৃত টাকার ওপর আবগারি শুল্ক প্রায় ৬০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়। এ সিদ্ধান্তে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পাশাপাশি ব্যবসায়ী সমাজেও হতাশার সৃষ্টি হয়েছিল। কিন্তু জাতীয় সংসদে পাস হওয়া অর্থবিলে আগের ভ্যাট আইনই বলবৎ রাখায় ব্যবসায়ী মহলে আশার সঞ্চার হয়েছে। এতে দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বেসরকারী বিনিয়োগ উৎসাহিত হবে। উবার স্পিডবোটসেবা চালু বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ট্যাক্সি পরিষেবা দিয়ে জনপ্রিয়তা অর্জনকারী যুক্তরাষ্ট্রের এ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক উবার এবার স্পিডবোটও ভাড়া নেয়ার সুযোগ চালু করেছে। গত শুক্রবার ক্রোয়েশিয়াতে ‘উবারবোট’ নামে এ সেবা চালু করে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের। জানা গেছে, প্রাথমিকভাবে পুরো গ্রীষ্মকালজুড়েই ক্রোয়েশিয়ার এ্যাড্রিয়াটিক সৈকতে বেড়াতে আসা পর্যটকদের এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেবে উবারবোট। ফলে সৈকতে আসা ভ্রমণ পিপাসুরা এক শহর থেকে অন্য শহরে উবারবোটের সাহায্যে যাতায়াতের সুযোগ পাবেন। খবরে বলা হয়েছে, একসঙ্গে ১২ জন আরোহী বহনে সক্ষম উবারের স্পিডবোটগুলো ক্রোয়েশিয়ার মূল ভূখ-ের ভেতর এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে চলাচল করবে। এজন্য খরচ পড়বে জনপ্রতি ৪শ’ ডলার। শীঘ্রই অন্যান্য দেশেও নতুন এ সেবা চালুর পরিকল্পনা নিয়েছে উবার। ইতোমধ্যে এ বোট সার্ভিস নিয়ে ইস্তানবুুল ও মিয়ামিতে চলছে পরীক্ষা। -অর্থনৈতিক রিপোর্টার গতকাল ২ জুলাই সেনা কল্যাণ সংস্থার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় রাওয়া কমপ্লেক্সে ঈগল হলে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসানের সভাপতিত্বে একটি দরবার অনুষ্ঠিত হয়।
×