ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দঃ কোরিয়ার নয়া প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর

প্রকাশিত: ০৪:০১, ৩০ জুন ২০১৭

দঃ কোরিয়ার নয়া প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডন্ট মুন জায়ে ইন বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। এএফপি। গত মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুন বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে। ওয়াশিংটনে বৃহস্পতিবার দু’নেতার মধ্যে বৈঠকের কথা রয়েছে। বুধবার রাতে মুন ভার্জিনিয়ার কুয়ান্টিকোয় যুদ্ধের স্মরণে নির্মিত একটি সমাধিক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেন। বৃহস্পতিবার ক্যাপিটেল হিলে আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক এবং মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অভ্যর্থনা ও নৈশভোজসহ সান্ধকালীন বৈঠকে তার যোগ দেয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার ধর্মযাজকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ অস্ট্রেলিয়ার বর্ষীয়ান ক্যাথলিক ধর্মযাজক ও ভ্যাটিকানের প্রধান আর্থিক উপদেষ্টা কার্ডিনাল জর্জ পেলের (৭৬) বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ আনা হয় বলে জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ। খবর এএফপির। ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, কার্ডিনালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত। পুলিশের ডেপুটি কমিশনার শেন প্যাটন জানিয়েছেন, একাধিক ব্যক্তি কার্ডিনালের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন। ১৮ জুলাই মেলবোর্নে আদালতে অভিযোগের শুনানিতে কার্ডিনাল পেলকে হাজির থাকতে হবে। পেলের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি পুলিশ। যৌন নিপীড়নের শিকার যারা হয়েছেন তাদের বয়স বা অপরাধগুলো কখন ঘটেছে সে বিষয়েও কিছু জানায়নি তারা। দেশ ক্যাথলিক গির্জা জানিয়েছে, পেল অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং ‘নিজেকে কলঙ্কমুক্ত করতে’ অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা জানিয়েছেন। পেল অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাথলিক নেতা। মেলবোর্নের আর্চবিশপ মনোনীত হওয়ার আগে তিনি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বালারাত শহরের গির্জার পাদ্রী ছিলেন।
×