ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘুমধুমে রহিম চেয়ারম্যানের স্মরণ সভা

প্রকাশিত: ১৯:২২, ২৯ জুন ২০১৭

ঘুমধুমে রহিম চেয়ারম্যানের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পার্বত্য বান্দরবান জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোস্তাফা কামাল লালু বলেছেন, কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। কীর্তিমানের মৃত্যু হয়না। তারই উদাহারণ মিয়ানমার সীমান্ত লাগোয়া পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সাবেক প্রয়াত চেয়ারম্যান আবদুর রহিম চেয়ারম্যান। তিনি তাঁর কর্মদক্ষতা ও মানুষের ভালবাসা নিয়ে মরার পরেও বেঁচে আছেন। সামাজিক ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্টানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। মানুষের কল্যাণে কাজ করেছিলেন বলে আজো মানুষের কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তিনি। এ ধরণের সমাজকর্মীদের মৃত্যু হলেও সমাজে তারা সমাজহিতৈষী হিসেবে বেঁচে থাকেন। তাঁরই পুত্র মালয়েশিয়া প্রবাসি মৌলানা ছালেহ আহমদ কষ্টার্জিত উপার্জনের কিছু অংশ ঘুমধুম ইউপিবাসির কল্যাণে ব্যয় করে পিতার স্মৃতি ধরে রেখেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের বেতন, এতিম ও রোগীদের সেবার কাজে সামর্থ মতে ব্যয় করে চলেছেন। বৃহস্পতিবার সকালে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মরহুম আব্দুর রহিম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত আবদুর রহিম চেয়ারম্যান স্মরণ সভা ও ঈদ পুনমিলনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা জাহেদ আলম চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জামালের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাংকার ও মরহুম মুক্তিযোদ্ধা ফিরোজ আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মহি উদ্দিন মুকুল, ইঞ্জিনিয়ার শাহরিয়ার সায়মুম, ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম সোবহান, সাংবাদিক শ.ম.গফুর, এম ছৈয়দ আলম, আজিজুল হক রানা, আবদুল হাকিম, ডাক্তার শামশুল আলম, আবুল হাশেম ও ছৈয়দ আলম প্রমুখ
×