ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগেভাগেই দল গুছিয়ে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো

প্রকাশিত: ০৭:২১, ২৪ জুন ২০১৭

আগেভাগেই দল গুছিয়ে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ শুরু হতে আরও প্রায় ৫ মাস বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময় ৪ নবেম্বরই মাঠে গড়াবে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এ টি২০ ক্রিকেট আসরটি। এবারের আসরটির জন্য প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাইয়ের সুযোগ পাবে প্রতিটি দল ৬ সেপ্টেম্বর। কিন্তু এর আগেই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি দল গোছাতে শুরু করেছে। বিশেষ করে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস এক্ষেত্রে বেশ এগিয়ে। তাছাড়া কোচিং স্টাফও নিয়োগ দেয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশের ক্রিকেট ক্রমেই উন্নতি করছে। দিনে দিনে এই উন্নতির গ্রাফটা উর্ধমুখী হচ্ছে। আর এ কারণে বাংলাদেশের ঘরোয়া আসরগুলোর দিকে বিদেশী ক্রিকেটারদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে জনপ্রিয় টি২০ আসরে বরাবরই বিদেশী তারকাদের মিছিল থাকে। এবার ২ নবেম্বর বিপিএলের পঞ্চম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে উঠবে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির জন্য। কারণ বিদেশী অনেক তারকাকেই ইতোমধ্যে এবারের আসরে খেলানোর জন্য চুক্তি করে ফেলেছে তারা। এমনকি কোচ, কর্মকর্তা নিয়োগেও এগিয়ে গেছে অনেকে। গত আসরে প্রথমবার খেলা খুলনা টাইটান্স বেশ আগেই তাদের কোচ হিসেবে এবার নিয়োগ নিশ্চিত করেছে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে। গত আসরেও তিনি ডায়নামাইটসের হয়ে খেলেছেন এবং এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথমবার কোচ হিসেবে দায়িত্ব পালন করেই মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জেতান। এবার বিপিএলেও কোচ হিসেবে দেখা যাবে জয়াবর্ধনেকে। তারকা বিদেশী ক্রিকেটারদের দলে ভেড়ানোর ক্ষেত্রে বরাবরই চমক দেখিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এবারও গত আসরে চ্যাম্পিয়ন হওয়া ডায়নামাইটস এগিয়ে গেছে অনেক দূর। তারা ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাঁহাতি পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির, ক্যারিবিয়ান স্পিন অলরাউন্ডার সুনীল নারাইন, অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত অলরাউন্ডার শেন ওয়াটসন, পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে।
×