ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে বন্দর নগরীর নিরাপত্তা সুদৃঢ় রাখার অনুরোধ

প্রকাশিত: ০৭:০৪, ২৪ জুন ২০১৭

ঈদের ছুটিতে বন্দর নগরীর নিরাপত্তা সুদৃঢ় রাখার অনুরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিপণি কেন্দ্র এবং সরকারী-বেসরকারী দফতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে তিনি চট্টগ্রাম ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। চেম্বার সভাপতি বলেন, বিগত কয়েক বছরের ন্যায় এবারও রমজানে শপিং মল, মার্কেট ও নগরীর ব্যস্ততম এলাকাসমূহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। সাতক্ষীরায় এনএসআই কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সাতক্ষীরার উপ-পরিচালকের স্ত্রী আজমিরা পারভিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পলাশপোলের এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে। পুলিশ জানান, এনএসআইয়ের উপ-পরিচালক মোজাম্মেল হক তার মানসিক রোগী স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বাজারে যান। বাজার করে এসে তিনি দেখতে পান যে তার স্ত্রী আজমিরা পারভিন (৪৫) ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন। সীতাকু-ে চোর সন্দেহে গণপিটুনি ॥ যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৩ জুন ॥ সীতাকু-ে চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাত (৩৫) বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীররাতে উপজেলার কুমিরা ইউনিয়নের জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, গভীর রাতে জমাদারপাড়া এলাকার ভেতরে অজ্ঞাত যুবকে হাঁটতে দেখেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তারা চোর সন্দেহে যুবকটিকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার খবরে শুক্রবার সকালে পুলিশ নিহত যুবকের লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। কলাপাড়ায় উপবৃত্তির টাকা তুলতে ভোগান্তি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ জুন ॥ আয়শা সিদ্দিক ক্লাস টুতে পড়ে। কলাপাড়ার নিজকাটা আরকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। উপবৃত্তির টাকা তোলার জন্য ধার করা মোবাইল সেট নিয়ে ঘুরছে। এ দোকান সে দোকান। কিন্তু তার টাকা তুলতে পারছে না। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সে জনকণ্ঠকে জানান। টাকা তোলার জন্য তৈরির সময় সংশ্লিষ্ট স্কুল শিক্ষকদের দিয়েছেন মোবাইল নম্বর ০১৯৫৩৫৮৩৮৪৪। এ নম্বরে কোন ম্যাসেজ আসে না। তার দাবি শিক্ষকরা নম্বর ভুল করেছেন, ০১৯৫৩৮৮৩৮৪৪। ওই নম্বরে ফোন করেও কোন সমাধান পায় না আয়শার মা। মাহিনুর প্রধান শিক্ষকের কাছে বহুবার ধরনা দিয়েছেন। কিন্তু কোন কর্ণপাত তিনি করছেন না।
×