ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ আহত ২৫

প্রকাশিত: ০৮:৫২, ২২ জুন ২০১৭

টঙ্গীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ আহত ২৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর এবং নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ঈদ উপলক্ষে বেতন বোনাস পরিশোধের দাবিতে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে এবং টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েছে। এতে অন্ততঃ ২৫ জন পুলিশ ও শ্রমিক আহত হয়েছে। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ও স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে পৃথক ঘটনায় গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার ক্যাপোরী এ্যাপারেলস লিমিটেড ও মেহেরুননেছা নামের দু’পোশাক কারখানার শ্রমিক গত কয়েকদিন ধরে তাদের পাওনা বেতন ও বোনাস পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ বারবার আশ^াস দিয়েও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। অবশেষে বুধবার বিকেলে ওই দু’কারখানার শ্রমিকরা বেতন ও বোনাস পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে কারখানা থেকে বেরিয়ে এসে টঙ্গী-কালীগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়কসহ আশপাশের সড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
×