ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’

প্রকাশিত: ০৭:১৪, ১৯ জুন ২০১৭

বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভির নিয়মিত বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ বিশেষ পর্ব প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। এবারের পর্বে প্রতি সেগমেন্টেই থাকবে ঈদ বিষয়ক আয়োজন। এ পর্বে তিনটি নতুন গান থাকছে। ফয়সাল রাব্বীকীনের কথায় আরফির রুমির সুর ও সঙ্গীতে একটি গান গেয়েছেন এই সময়ের দুই ঘরানার দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি ও সালমা। মাহমুদ মানজুরের কথায় সুজন আরিফের সুরে আরফিন রুমির সঙ্গীতায়োজনে আরেকটি গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী কণা, ইমরান এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। সময়ের দুই সম্ভাবনাময়ী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঐশী ও কর্ণিয়ার পরিবেশনায় থাকছে বাউল সম্রাট শাহ্ আব্দুৃল করিমের কথা ও সুর করা বহুল শ্রোতাপ্রিয় গান ‘রঙের দুনিয়া আমি চাই না’। গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি। নতুনভাবে কম্পোজিশন করা জনপ্রিয় এই গানটি তাদের কণ্ঠে দর্শকদের ভাল লাগবে । থাকছে অভিনেত্রী ভাবনা ও নৃত্যভূমি শিল্পীদের নৃত্য। নৃত্যের মিউজিক কম্পোজিশন করেছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া বাঁশি বিষয়ক জনপ্রিয় দুটি গানের নৃত্য পরিবেশন করেছেন। সঙ্গে ছিলেন ২৫ সহশিল্পী। দুটি নৃত্যরই নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে করা চলচ্চিত্র নাটক ও মডেলিং বিষয়ক দর্শক প্রতিযোগিতা পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন অভিনয়শিল্পী আহসান হাবীব নাসিম, তানভীন সুইটি এবং জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। হজম আলী, শালা-দুলাভাই, মামা ভাগ্নে, মদন ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাচকাটা খাচকাটা প্রেমিক- প্রেমিকা মমিন হাতেম, দুই বন্ধু, ইত্যাদি নিয়মিত পর্বের পাশাপাশি সেলফি বিড়ম্বনা, ঘুষ, দুর্নীতি, অসাধু ব্যবসা, ঈদের সালামী কালচার, যাকাত নিয়ে বাড়াবাড়িসহ সমাজের নানা অসঙ্গতি ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন- দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, শিরীন বকুল, অধরা অথৈ, শাহীন খান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নূর-এ আলম নয়ন, শিউলী শিলা, শ্যামলী, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, জাহাঙ্গীর আলম, সুমন রহমানসহ নিয়মিত শিল্পীবৃন্দ।
×