ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা চারদিন সূচক কমল

প্রকাশিত: ০৬:২৭, ১৩ জুন ২০১৭

পুঁজিবাজারে টানা চারদিন সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন গড়িয়েছে চতুর্থ কার্যদিবসে। সোমবারের লেনদেনের মাধ্যমে এ টানা পতন হয়েছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫০ পয়েন্টে। যা রবিবার ২১ পয়েন্ট, বৃহস্পতিবার ১৪ পয়েন্ট ও বুধবার ১১ পয়েন্ট কমেছিল। সোমবার ডিএসইতে ৩৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৪৬৯ কোটি ১ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৯৮ কোটি ৭০ লাখ টাকার বা ২১ শতাংশ। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ১১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স। লেনদেনে এরপর রয়েছেÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিডি ফিন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এমজেএল বাংলাদেশ ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রূপালী ব্যাংক, যমুনা ব্যাংক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, ইউসিবি, ন্যাশনাল টিউব, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড এএমসিএল (প্রাণ)। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নদার্ন ইন্স্যুরেন্স, সোনারগাঁও ইন্স্যুরেন্স, এ´িম ব্যাংক মিউচুয়াল ফান্ড ও এমবিএল মিউচুয়াল ফান্ড। এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০২২৮ পয়েন্টে। বাজারটিতে ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২২৪টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ পয়েন্ট কমেছিল। আর বাজারটিতে ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইডিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, একমি ল্যাবরেটরিজ, সাইফ পাওয়ারটেক, নূরানী ডাইং, এসিআই, বিকন ফার্মা, বে´িমকো ফার্মা ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
×