ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ সামনে রেখে চাঁদাবাজির দোকান বন্ধ করুন ॥ কাদের

প্রকাশিত: ০৭:৫৮, ১২ জুন ২০১৭

ঈদ সামনে রেখে চাঁদাবাজির দোকান বন্ধ করুন ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এখন নানা ধরনের দোকানের (সংগঠন) আবির্ভাব হয়েছে। এসব ভুঁইফোড় দোকান। ঈদ-উল-ফিতর সামনে রেখে চাঁদাবাজির দোকান বন্ধ করুন। এসব দোকান বন্ধ করতে পারলে দেশের জন্য, দলের জন্য তথা গণতন্ত্রের জন্য ভাল। রবিবার রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, আমার কাছে অভিযোগ এসেছে যে, অনেকে চাঁদাবাজি করে ইফতার আয়োজন করছে। আমি অনুরোধ করব এসব ভুঁইফোড় দোকানে নেতারা যাবেন না। অনেকে ঈদ নিয়ে চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। সবাইকে দলের সভাপতি শেখ হাসিনাকে অনুসরণ করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ইফতার মাহফিলের আয়োজন করেন, কিন্তু তিনি (শেখ হাসিনা) কোন ভাষণ দেন না। এখন পর্যন্ত কোন ইফতারে তাকে আমি রাজনৈতিক বক্তব্য দিতে দেখিনি। তিনি দোয়া-দরুদ পড়েন। বিএনপির মতো ইফতারের আগে মিথ্যাচার করে না আওয়ামী লীগ। আমাদের সবাইকে শেখ হাসিনাকে অনুসরণ করা উচিত। দলের অন্য জ্যেষ্ঠ নেতা থাকলে তাকে প্রধান অতিথি না করতে অনুরোধ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে এখানে আমাকে দাওয়াত করেছেন কিন্তু এখানে অনেক সিনিয়র নেতা রয়েছে। আমি সেখানে প্রধান অতিথি হলে তারা কষ্ট পাবেন। তাই যেখানে সিনিয়র নেতা রয়েছে সেখানে আমাকে প্রধান অতিথি করবেন না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও ইফতার মাহফিলে শরিক হন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, কার্যকরী সদস্য হাজী সেলিম এমপি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক প্রমুখ।
×