ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:৫৬, ১২ জুন ২০১৭

পাকিস্তানে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড

জনকন্ঠ ডেস্ক ॥ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের সন্ত্রাস-বিরোধী আদালত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির একজন সরকারী কৌঁসুলি রবিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার জন্য কারও মৃত্যুদণ্ড এটিই প্রথম। খবর ইয়াহু নিউজের। মৃত্যুদ- পাওয়া তৈমুর রাজা (৩০) হযরত মুহাম্মদ (স), তার স্ত্রী এবং সাহাবীদের নিয়ে অবমাননাকর কথাবার্তা বলেন বলে জানান কৌঁসুলি শফিক কুরেশি। তিনি বলেন, বাহাওয়ালপুর সন্ত্রাসবিরোধী আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এই প্রথম পাকিস্তানে কাউকে মৃত্যুদ- দেয়া হলো বলেও জানান কুরেশি। মুসলিম অধ্যুষিত পাকিস্তানে ধর্ম অবমাননা খুব সংবেদনশীল একটি বিষয়। মুসলিমদের নবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য দেশটিতে বেশ কয়েকজনের বিচার চলছে এবং দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড হবে।
×