ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে ঈদবাজার ॥ তরুণরা ঝুঁকছে পাঞ্জাবিতে

প্রকাশিত: ০৬:৫৩, ১২ জুন ২০১৭

যশোরে ঈদবাজার ॥ তরুণরা ঝুঁকছে পাঞ্জাবিতে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঈদ এলে পোশাকের নিত্যনতুন ধারার খবরাখবর নিয়ে মেতে ওঠেন তরুণেরা। উৎসবের পোশাক কেনার তোড়জোড় শুরু করেন। ঈদের দিনটিতে কেতাদুরস্ত পোশাকে নিজেকে ভিন্নভাবে মেলে ধরতে চান সব তরুণ। বিশেষ করে হাল ফ্যাশনের ভিন্ন ভিন্ন কাটের পাঞ্জাবিতে। তারুণ্যকে ধরে রাখতে বয়স্কদের মাঝেও জনপ্রিয় কেতাদুরস্ত পাঞ্জাবি। দেখতে দেখতে চলে এল খুশির ঈদ। উৎসব বর্ণিল করতে চাই নতুন পোশাক। তাই নতুন পোশাক কেনাকাটায় এখন ব্যস্ত সবাই। বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরেফিরে পছন্দের পোশাকটি কিনছেন উৎসবপ্রিয় বাঙালীরা। যশোর শহরের মার্কেটপাড়াগুলোর বিপণিবিতানে বাড়ছে ঈদের কেনাকাটা। রেগুলার ফিট, স্লিমফিট, লং, সেমি লং, স্ট্রেইট কার্ট, শেরওয়ানি কার্টসহ রকমারি ডিজাইনের এক্সক্লুসিভ সব পাঞ্জাবির চলছে জমপেশ বেচাকেনা। তরুণ যুবকদের বেশিরভাগই বাহারি রং ডিজাইন কার্টের পাঞ্জাবি কিনছেন ঈদ উৎসব রাঙ্গাতে। পাঞ্জাবির কাপড় রং ডিজাইন হাতের কাজে বৈচিত্র্য এনেছেন ফ্যাশন ডিজাইনাররা। ভিন্ন ভিন্ন শেডের হালকা নীল, সবুজ, বেগুনি, গেরুয়া, বটল গ্রিন, মেরুন, পার্পেল, অফ হোয়াইটসহ রং-বেরঙের পাঞ্জাবির কালেকশন রয়েছে ফ্যাশন হাউসে। গরমে আরামের বিষয় বিবেচনায় সুতির কাপড়ের ওপর হালকা হাতের কাজের পাঞ্জাবির প্রাধান্য পেয়েছে। পাশাপাশি কালেকশনও আছে জমকালো পাঞ্জাবির। যশোর শহরের চৌরাস্তা এলাকার ফ্যাশন হাউস ফোঁড়ের কর্ণধার মামুনুর রশিদ জানান, গরমের কারণে সুতির কাজের পাঞ্জাবির কালেকশন এবার একটু বেশি। উৎসবে যারা জমকালো রং ডিজাইনের পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য রয়েছে ভারী কাজের পাঞ্জাবির কালেকশন। তিনি বলেন, বর্ষার ভেতর ঈদ। বর্ষার সঙ্গে নীলের একটা সম্পর্ক আছে। সে জন্য এবার ফোঁড়ে পাঞ্জাবির দারুণ সব বুø কালেকশন আছে। পাশাপাশি কদর রয়েছে সেমি লং (মধ্যম ঝুলের) স্লিমফিটের।
×