ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদে নৌনিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ ১০ সুপারিশ

প্রকাশিত: ০৬:০২, ৬ জুন ২০১৭

ঈদে নৌনিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতসহ ১০ সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতরে নৌপথে নিরাপদ যাতায়াতের স্বার্থে অবিলম্বে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারসহ ১০ দফা জরুরী সুপারিশ উত্থাপন করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। নৌসচিবকে লেখা এক পত্রে অবিলম্বে এই সুপারিশমালা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি দাওয়ার কথা জানানো হয়। জনস্বার্থে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুপারিশসহ ওই পত্রের অনুলিপি নৌপরিবহনমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকেও ডাকযোগে পাঠানো হয়েছে। জাতীয় কমিটির অন্য ৯টি সুপারিশ হলো- ত্রুটিপূর্ণ, সার্ভেবিহীন ও অনিবন্ধিত লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধে নৌপরিবহন অধিদফতর ও বিআইডব্লিউটিএর নিয়মিত অভিযান পরিচালনা, আইন লঙ্ঘনকারী নৌযান ও ইফতারির জন্য বিশুদ্ধ পানির বন্দোবস্ত করা। মৌমাছি বসার চেষ্টা জার্মানির দক্ষিণাঞ্চল নানা জাতের ফুলের জন্য বিখ্যাত। ওই অঞ্চলের এরিসডর্ফের মাঠে পপি ফুল ফুটেছে। ওই ফুলে মৌমাছি বসার চেষ্টা করছে। ছবিটি রবিবার তোলা। -এএফপি নিরাপদ আশ্রয়ের খোঁজে আইএসের কাছ থেকে ইরাকের মসুল শহরের নিয়ন্ত্রণ নিতে সরকারী সৈন্যদের অভিযান চলছে। তাই মেয়েকে নিয়ে নিরাপদে চলে যাচ্ছেন এই বাবা। ছবিটি সোমবার তোলা। -এএফপি
×