ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাঃ ইকবাল মাহমুদ সাড়ে সাত মাস পর পরিবারের কাছে

প্রকাশিত: ০৬:৪১, ২ জুন ২০১৭

ডাঃ ইকবাল মাহমুদ সাড়ে সাত মাস পর পরিবারের কাছে

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১ জুন ॥ ঢাকা থেকে ‘অপহৃত’ লক্ষ্মীপুরের ডাঃ ইকবাল মাহমুদকে সাড়ে সাত মাস পর ফিরে পেল পরিবার। বুধবার রাতে রায়পুর-ঢাকা মহাসড়কের পাশের্^ পৌরসভার নতুন গোহাটা এলাকায় অপহরণকারীরা তাকে চোখ বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তিনি নিজেই চোখের বাঁধন খুলে অটোরিক্সাযোগে নিজের বাসায় চলে আসেন বলে জানিয়েছেন তার মুক্তিযোদ্ধা পিতা একেএম নুরুল আলম । লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ইকবালের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে উদ্ধার হওয়া ডাঃ ইকবালের সাথে গণমাধ্যম কর্মীদের কথা বলতে দেয়নি তার পরিবার। এর আগে গত বছরের ১৪ অক্টোবর ভোরে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রয়েল কোচ থেকে নামার পর তাকে অপহরণ করা হয় বলে পরিবার দাবি করে। এ ঘটনায় ১৫ অক্টোবর রাতে ধানম-ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। ইকবাল লক্ষ্মীপুর জেলা শহরের হাসপাতাল রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমের ছেলে। তিনি ঢাকা স্বাস্থ্য বিভাগে মহাখালীতে কর্মরত ছিলেন।
×