ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়েঙ্গারেই আস্থা আর্সেনালের

প্রকাশিত: ০৬:৪৫, ১ জুন ২০১৭

ওয়েঙ্গারেই আস্থা আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে চাকরি রক্ষা করতে পেরেছেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের সঙ্গে তার নাড়ীর সম্পর্ক হওয়ার পরও দলের ব্যর্থতার দায়ে তাকে বিদায় করার দাবি উঠেছিল। তবে সদ্যই ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ জিতে এ যাত্রায় মসনদ টিকিয়ে রাখতে পেরেছেন তারকা এই কোচ। নতুন চুক্তি অনুযায়ী আরও দুই বছর আর্সেনালে থাকছেন ওয়েঙ্গার। ৬৭ বছর বয়সী এই কোচের সঙ্গে একান্ত বৈঠকে ক্লাবের বেশিরভাগ শীর্ষ কর্মকর্তারা চুক্তির বিষয়ে একমত হয়েছেন। বোর্ড সভায় ফরাসী কোচের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে বুধবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ২০১৭-১৮ মৌসুমকে সামনে রেখে ক্লাবের কাঠামো ওয়েঙ্গারের অধীনে একই থাকবে বলে জানা গেছে। গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে এফএ কাপের ফাইনালের আগে ওয়েঙ্গারের ভবিষ্যত নিয়ে গুঞ্জন শুরু হয়। ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন চ্যাম্পিয়ন চেলসির বিরুদ্ধে আন্ডারডগ হিসেবে মাঠে নেমেছির গানার্সরা। কিন্তু ফাইনালে জয়ী হয়ে ওয়েঙ্গারের ওপরই আস্থার রাখার সিদ্ধান্ত নেয় আর্সেনাল। এর আগে এবারের মৌসুমে পঞ্চম স্থানে থেকে লীগ শেষ করায় দারুণ চাপের মধ্যে পড়েন গানার্স বর্স। ম্যাচে প্রায়ই সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে ওয়েঙ্গারকে। ১৯৯৬ সালে ওয়েঙ্গার ক্লাবের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়ায় আশঙ্কায় পড়ে আর্সেনাল। যদিও এফএ কাপে জয়ের পর এখনও ইউরোপা লীগে তারা কেমন খেলে তার ওপর বর্তমান দলের ভবিষ্যত নির্ভর করছে। উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে এখনও দলের দুই তারকা মেসুত ওজিল ও এ্যালেক্সিস সানচেজ চুক্তি নবায়ন করেননি।
×