ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে পাতলা ল্যাপটপ

প্রকাশিত: ০৬:১১, ১ জুন ২০১৭

সবচেয়ে পাতলা ল্যাপটপ

তাইপেতে সবচেয়ে বড় ‘কম্পিউটেক্স টেকনোলজি শো’ শুরুর একদিন আগে ২৯ মে সোমবার আসুস অবমুক্ত করল বিশ্বের সবচেয়ে পাতলা পরিবর্তনযোগ্য ল্যাপটপ। জেনবুক ফ্লিপ এস নামের এই ল্যাপটপটি ১০ দশমিক ৯ মিলিমিটার পাতলা যেখানে প্রতিদ্বন্দ্বী এইচপি স্পেকট্রা এক্স৩৬০ ১৩ দশমিক ৮ মিলিমিটার এবং এ্যাপল ম্যাকবুক এয়ারের ১৭ মিলিমিটারের। আসুসের দাবি, নতুন এই ল্যাপটপের ব্যাটারি লাইফ ১১ দশমিক ৫ ঘণ্টার বেশি এবং ৪৯ মিনিটে ৬০ শতাংশ চার্জ নিতে সক্ষম ডিভাইসটি। -ম্যাশএ্যাবল
×