ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ২২:৫৮, ২৯ মে ২০১৭

বরিশালে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের বিরুদ্ধে দেহ তল্লাশীর নামে তপন চন্দ্র শীল নামের এক ব্যক্তির টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। জেলার বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠী গ্রামের বাসিন্দা তপন তার টাকা ছিনতাইয়ের ঘটনায় মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কমিশনার অভিযোগটি আমলে নিয়ে গুরুত্বের সাথে তদন্তের জন্য বিমানবন্দর থানার সহকারী কমিশনার (এসি) ফরহাদ সরদারকে দায়িত্ব দিয়েছেন। অভিযোগকারী তপন চন্দ্র শীল পেশায় একজন নরসুন্দর। সোমবার সকালে তিনি (তপন) সাংবাদিকদের জানান, গত ২৬ মে রাত ১১টায় মোটরসাইকেলযোগে একই উপজেলার মানিককাঠী গ্রামের এক স্বজনদের বাড়ি থেকে সে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি টেম্পোতে বিমানবন্দর থানার একদল পুলিশ টহল দিচ্ছিলেন। ওই সময় তারা তপন শীলের পথরোধ করে দেহ তল্লাশীর নামে কৌশলে তার পকেটে থাকা ২ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পরে এএসআই আউয়াল তপনকে গ্রেফতারের ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে পুলিশের এক দালাল ঘটনাস্থলে মধ্যস্থতাকারী সেঁজে পুলিশকে আরও ৫০০ টাকা ঘুষ দেওয়ার বিনিময়ে তপনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে এএসআই আউয়াল নরসুন্দর তপনকে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেয়। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার (এসি) ফরহাদ সরদার জানান, অভিযোগকারী তপন শীল ও অভিযুক্ত পুলিশ সদস্যদের স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তদন্তে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×