(পূর্ব প্রকাশের পর)
২১.জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে?
আবু রশিদ
আহসান হাবিব
শওকত ওসমান
আবুল ফজল
উত্তর: শওকত ওসমান
২২. ঘরে বাইরে- উপন্যাসটি কার লেখা?
আলাওল
কাজী দীন মহম্মদ
কাজী মোতাহের হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
বিষের বাঁশী
বন্দীর বন্দনা
সন্দ্বীপের চর
রূপসী বাংলা
উত্তর: বিষের বাঁশী
২৪. চন্দ্রমুখী চরিত্রের স্রষ্টাকে?
কাজি নজরুল ইসলাম
রবীন্দ্রণাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিভুতিভুষন
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৫. নিচের কোনটি কাব্যগ্রন্থ?
বাংলার কাব্য
কাব্য পরিক্রমা
কয়েকটি কবিতা
কবিতা
উত্তর: কয়েকটি কবিতা
২৬. টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়?
নাইট্রোজেন, আর্গন
ক্রিপ্টন, সোডিয়াম
উত্তর: আর্গন
২৭. যা চিরস্থায়ী নয়-
নশ্বর, অস্থায়ী, ক্ষণিক ক্ষণস্থায়ী
উত্তর: নশ্বর
২৮. বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কাকে বলা হয়?
৫ জন যোদ্ধাকে
৫ জন কবিকে
৫ জন নাট্যকারকে
৫ জন সমালোচককে
উত্তর: ৫ জন কবিকে
২৯. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ‘ণ’ ব্যবহূত হয়?
তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, বিদেশি
উত্তর: তৎসম
৩০. তুলতুলা> লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?
সমাক্ষর লোপ
সমীকরণ
ব্যজ্ঞনচ্যুতি
ধ্বনিবিপর্যয়
উত্তর: ধ্বনিবিপর্যয়
৩১. বৈরাগ্য সাধনে ——-সে আমার নয়। শূণ্যস্থান পূরণ করু
মুক্তি, আনন্দ, আশ্বাস, বিশ্বাস
উত্তর: মুক্তি
৩২. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
সদাচার, নিষ্ঠা, সংযম, সততা
উত্তর: সদাচার
৩৩. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
কামরুল হাসান
জয়নুল আবেদিন
এস এম সুলতান
শফিউল আলম
উত্তর: জয়নুল আবেদিন
৩৪. তুমি এতক্ষণ কী করেছ? - এ বাক্যে ‘কী’ কোন পদ?
বিশেষণ, অব্যয়, সর্বনাম, ক্রিয়া
উত্তর: সর্বনাম
৩৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তর: আমি দুপুরে ভাত খাই
৩৬. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
স্বভোজী, মৃতজীবী, পরভোজী, পরাশ্রয়ী
উত্তর: স্বভোজী
৩৮. পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয়?
মস, ঈস্ট, এগারিকাস, ব্যাক্টিরিওফাজ
উত্তর: ঈস্ট
৩৯. সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
অর্ধেক হবে, দিগুন হবে
তিনগুন হবে, চারগুন হবে
উত্তর: অর্ধেক হবে