ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণ রুখবে স্যান্ডেল

প্রকাশিত: ০৬:০৭, ২৩ মে ২০১৭

ধর্ষণ রুখবে স্যান্ডেল

ধর্ষণ থেকে বাঁচতে নারীদের হাতিয়ার হতে পারে স্যান্ডেল। স্যান্ডেলটির নাম ইলেকট্রো সু। এ অভিনব আত্মরক্ষার হাতিয়ার ১৭ বছরের এক ভারতীয় যুবক আবিষ্কার করেছে। ছেলেটির নাম সিদ্ধার্থ ম-ল। বাড়ি হায়দরাবাদে। এ স্যান্ডেল তৈরিতে পদার্থবিজ্ঞানের কিছু সূত্র ও বেসিক কোডিং স্কিল ব্যবহার করেছে সিদ্ধার্থ। কীভাবে কাজ করবে এ সু? তার ব্যাখ্যা দিতে গিয়ে সিদ্ধার্থ জানায়, এই স্যান্ডেলে রয়েছে একটি বিশেষ ধরনের সার্কিট বোর্ড। হাঁটার ওপর নির্ভর করবে এর চার্জিং প্রক্রিয়া। এটি পরে যিনি যত বেশি হাঁটবেন তত বেশি চার্জ স্টোর থাকবে এর ব্যাটারিতে। বৈজ্ঞানিক পরিভাষায় একে ‘পিয়েজোইলেক্ট্রিক ইফেক্ট। কোন মহিলাকে কেউ আক্রমণ করলে এই স্যান্ডেল পরা পা সেই দুষ্কৃতির শরীরে শুধু ছোঁয়াতে হবে। তাহলেই সেই ব্যক্তির শরীরে প্রবাহিত হবে বিদ্যুত। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে স্থানীয় পুলিশ স্টেশন এবং পরিবারের কাছে। অভিনব এ স্যান্ডেল বাজারজাতের আবেদন করেছেন সিদ্ধার্থ।Ñএনডিটিভি অবলম্বনে।
×