ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে গুলি করে পৌনে ২ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:০৭, ২৩ মে ২০১৭

নারায়ণগঞ্জে গুলি করে পৌনে ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার ভূঁইগড় এলাকায় গুলি করে সিঙ্গার প্লাস শোরুমের ব্যবস্থাপক নূর আহমেদ সোহেলের কাছ থেকে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। প্রকাশ্য দিবালোকে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায়। ফতুল্লার ভূঁইগড়ে অবস্থিত সিঙ্গার প্লাস শোরুমের ব্যবস্থাপক নূর আহমেদ সোহেল রবিবারের বিক্রির ১ লাখ ৭৪ হাজার টাকা বাড়িতে নিয়ে যান। সোমবার সকাল ১০ টায় নগরীর নিউ হাজীগঞ্জ এলাকার বাড়ি থেকে একটি ব্যাগে টাকাসহ শোরুমের উদ্দেশে রওনা হন। ফতুল্লার শিবু মার্কেট থেকে তিনি একটি ইজিবাইকে চড়ে শোরুমের উদ্দেশে রওনা হন। ভূঁইগড় এলাকায় ইজিবাইক থেকে নেমে রাস্তার পাশে থাকা শোরুমে যাবার সময় নারায়ণগঞ্জের দিক থেকে একটি মোটরসাইকেলে আসা মুখোশধারী তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে সাইনবোর্ডের দিকে চলে যায়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ‘ক’) মোঃ শরফুদ্দিন ঘটনাটি স্বীকার করে জানান, পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সংগৃহীত ফুটেজের ভিত্তিতে ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা শুরু করেছে পুলিশ।
×