ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় কবি মুকুল রায়

প্রকাশিত: ০৫:৩৭, ২০ মে ২০১৭

আলোচনায় কবি মুকুল রায়

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম কবি ও সাহিত্যিক মুকুল রায়। বৃহত্তর রংপুরের লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের গোবিন্দপাড়ার সম্ভ্রান্ত গোবিন্দবাড়িতে তার জন্ম। সম্প্রতি অসম ভ্রমণ নিয়ে লেখা তার উপন্যাস ‘বাগেশ্বরী পাহাড়’-এর অসমিয়া ভাষায় প্রকাশনা উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়। ‘বাগেশ্বরী পাহাড়’ অসমিয়া ভাষায় ‘পাহাড়ি কন্যা বাগেশ্বরী’ নামে অনুবাদ করেন। অসমিয়া ভাষার প্রকাশনা ও মোড়ক উন্মোচন উপলক্ষে সেখানে কবিকে সস্ত্রীক সংবর্ধিত করা হয়। ভ্রমণোপন্যাসের ইংরেজী ও হিন্দী ভাষায় প্রকাশ। এছাড়া ‘শব্দ’ নামে একটি সাহিত্য পত্রিকা গত বইমেলা সংখ্যায় কবি মুকুল রায়কে নিয়ে একটি স্মারক সংখ্যা প্রকাশ করেছে। সেখানে লেখককে নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিক মন্তব্য লেখা লিখেছেন। এই সংখ্যা মুকুল রায়ের ‘বাগেশ্বরী পাহাড়’ উপন্যাস প্রকাশ হয়েছে।
×