ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঈদ চৌধুরী ওয়ান ব্যাংকের চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:২৩, ১৬ মে ২০১৭

সাঈদ চৌধুরী ওয়ান ব্যাংকের চেয়ারম্যান

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সাঈদ এইচ. চৌধুরী গত ১১ মে থেকে এক বছরের মেয়াদে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন অশোক দাশ গুপ্ত এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন জহুর উল্লাহ্ । ব্রিটেনে উচ্চ শিতি সাঈদ এইচ. চৌধুরী স্বনামধন্য ও বহুমাত্রিক ব্লুচিপ এইচআরসি শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও। তিনি ব্রিটিশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একজন সদস্য।-বিজ্ঞপ্তি ন্যাশনাল ব্যাংকের অনুদান ন্যাশনাল ব্যাংক এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টে ১ কোটি, সূচনা ফাউন্ডেশনে ১ কোটি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টে ৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার এবং ন্যাশনাল ব্যাংক-এর পরিচালকবৃন্দ রিক হক সিকদার ও রন হক সিকদার গণভবনে সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চেকসমূহ হস্তান্তর করেন। -বিজ্ঞপ্তি ইউপি ও উপ-নির্বাচন উপলক্ষে আজ ১৫ উপজেলায় ব্যাংক বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ তিনটি উপেজলা পরিষদের উপ-নির্বাচন এবং ১২ উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। যেসব এলাকা উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো হচ্ছেÑ সৈয়দপুর, মদন ও ধনবাড়ী। এছাড়া আরও ১২ উপজেলার ১৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন হচ্ছে। উপজেলাগুলো হচ্ছেÑ সাঘাটা, কাহালু, মনোহরদী, মীরপুর, বরুড়া, কালিয়া, হিজলা, উজিরপুর, তালতলী, রামগতি, উল্লাপাড়া, নাগরপুর।
×