ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৪ জুন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

প্রকাশিত: ০৫:৩৯, ১১ মে ২০১৭

১৪ জুন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম চেম্বার ও কমার্স ইন্ডাস্ট্রিজের নির্বাচন আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৪ জন পরিচালকের পদের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন ৩৩ প্রার্থী। চট্টগ্রাম চেম্বার সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই দু-একদিনে মধ্যে শেষ হবে এবং আগামী ২০ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ঠিক করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফৌজুল মবিন খান বলেন, গত ২৩ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। নির্বাচনী তফসিলের নোটিসও চেম্বারে টাঙানো হয়েছে। আগে বাণিজ্য সংগঠন বিধিমালায় তিন মেয়াদের বেশি নির্বাচন করার সুযোগ ছিল না। এই বিধি সংশোধন করা হয়েছে। ফলে তিন মেয়াদের পর নির্বাচনে প্রার্থী হতে এখন আর বাধা নেই। তিনি বলেন, চার ক্যাটাগরির ২৪ জন পরিচালক চেম্বার পরিচালনা করেন। অর্ডিনারি গ্রুপের ১২ জন, এ্যাসোসিয়েটস ক্লাসের ৬ জন, টাউন এ্যাসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক চেম্বারের ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। নির্বাচিত ২৪ জন পরিচালক নিজেদের মধ্য থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতির সমন্বয়ে চেম্বার প্রেসিডিয়াম নির্বাচিত করেন। চেম্বার নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, ট্রেড গ্রুপে চিটাগাং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সৈয়দ জামাল আহমদ, চিটাগাং মিল্ক ফুড ইম্পোটার্স এ্যান্ড ডিলার্স গ্রুপের মোহাম্মদ মাহবুবুল হক চৌধুরী এবং চিটাগাং ডাইস এ্যান্ড কেমিক্যাল ইম্পোটার্স এ্যান্ড ডিলার্স গ্রুপের মোহাম্মদ ওমর হাজ্জাজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ক্যাটাগরিতে তিনজন পরিচালকের পদ রয়েছে। বাড়তি কোন প্রার্থী না থাকায় ওই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে টাউন এ্যাসোসিয়েশন গ্রুপের বোয়ালখালী এ্যাসোসিয়েশন অব ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে জহুরুল আলম, পটিয়া এ্যাসোসিয়েশন অব ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে মোহাম্মদ হাবিবুল হক এবং রাঙ্গুনিয়া এ্যাসোসিয়েশন অব ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে আবদুল মান্নান সোহেল পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ক্যাটাগরিতে পরিচালকের তিনটি পদ রয়েছে। এতে এই গ্রুপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন। এ্যাসোসিয়েট ক্লাসের ছয় পরিচালক পদে আট জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন আলম ট্রেডিং কর্পোরেশনের মাহবুবুল আলম, চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনালের অহিদ সিরাজ চৌধুরী স্বপন, শাহ্ ডেইরির মাহফুজুল হক শাহ, জেএন শিপিং লাইন্সের জহিরুল ইসলাম চৌধুরী, সুপার মোজাইক কোম্পানির এস এম শামসুদ্দীন, মোসমার্কের এস এম নুরুল হক, সাব্বির ট্রেডিংয়ের সগীর আহমদ এবং বনফুল এ্যান্ড কোম্পানির এম এ মোতালেব। অর্ডিনারি ক্লাসের ১২ জন পরিচালক পদে সর্বমোট ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন এস বি কর্পোরেশনের দিদারুল আলম এমপি, ইলেক্ট্রোমাটের্র নুরুন নেওয়াজ সেলিম, সিলভার সিন্ডিকেটের একেএম আকতার হোসাইন, বনফুল এ্যান্ড কোম্পানির এমএ মোতালেব, রাজা কর্পোরেশনের কামাল মোস্তফা চৌধুরী, নাহার এগ্রো কমপ্লেক্সের রাকিবুর রহমান টুটুল, আরএসবি ইন্ডাস্ট্রিয়ালের অঞ্জন শেখর দাশ, মাল্টি স্টিল কাস্টিংয়ের হাবিব মহিউদ্দিন, বাংলাদেশ কর্পোরেশনের মাজহারুল ইসলাম চৌধুরী, জাহেদ ব্রাদার্সের জাহেদুল হক, ইফতেখার এন্টারপ্রাইজের আরিফ ইফতেখার, এস জামিল ব্রাদার্সের সারোয়ার হাসান জামিল, এমএন নিটওয়্যারের মঈনুদ্দীন আহমেদ (প্রথম সহ-সভাপতি বিজিএমইএ), এশিয়ান এ্যাপারেলস লিমিটেডের এমএ সালাম, এসএস এন্টারপ্রাইজের সামীর সিকান্দর (সাবেক প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহিমের পুত্র), আফরোজা অয়েল লিমিটেডের আনিসুজ্জামান চৌধুরী, স্মার্ট গ্রুপের (স্মার্ট জিনস লিমিটেডের) মজিবুর রহমান, টি কে গ্রুপের (ম্যাপ সুজ লিমিটেডের) হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা ও কেএসআরএম স্টিল লিমিটেডের শাহরিয়ার জাহান মনোয়নপত্র দাখিল করেছেন।
×