ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ২৩:০৬, ৩০ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার ডিএসইতে ৬১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় ৮৪ কোটি ৮ লাখ টাকা কম। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সাইফ পাওয়ার টেক, বে´িমকো, লঙ্কাবাংলা ফাইনান্স, বিডিকম, ন্যাশনাল ব্যাংক, আমরাটেক, বিকন ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাফার্জ সুরমা সিমেন্ট্ ও ড্রাগন সোয়েটার।
×