ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শারাপোভার চমক

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ এপ্রিল ২০১৭

শারাপোভার চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ডোপ কেলেঙ্কারির পর টেনিস কোর্টে ফিরেই দুর্বার গতিতে ছুটছেন মারিয়া শারাপোভা। টানা দুই জয়ে স্টুটগার্ট ওপেনের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে বুধবারই প্রথম কোর্টে নামেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। নিজের প্রথম ম্যাচেই তিনি ৭-৫ ও ৬-৩ সেটে পরাজিত করেন ইতালির রবার্তা ভিঞ্চিকে। সেই ম্যাচ জয়ের ২৪ ঘণ্টা পার না হতেই বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে নামেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ ছিল একাটেরিনা মাকারোভা। স্বদেশী তারকার বিপক্ষেও নিজের সেরা খেলাটাই উপহার দিয়েছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন ৭-৫ ও ৬-১ সেটে পরাজিত করেন একাটেরিনা মাকারোভাকে। এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেটও পেয়েছেন তিনি। সেইসঙ্গে প্রমাণ করেছেন, দীর্ঘদিন কোর্টের বাইরে থাকলেও খেলার নেশাতেই মত্ত ছিলেন পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক মারিয়া শারাপোভা। স্টুটগার্ট ওপেনের টিকেট কেটে দারুণ রোমাঞ্চিত শারাপোভা। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে একাটেরিনা মাকারোভাকে হারানোর পর মাশা বলেন, ‘প্রথম ম্যাচটি আমার জন্য অনেক বেশি কঠিনই ছিল। তবে দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষায় ছিলাম। কারণ এ ম্যাচে নিজেকে অনেক পরীক্ষা করেছি আমি। সেই পরীক্ষায় উৎরে গেছি এবং বুঝতে পারলাম খেলার জন্য পুরো ফিট আমি। আশাকরি, সামনেও ভাল খেলতে পারব।’ শেষ আটে শারাপোভার সামনে বাধা এস্তোনিয়ার বাছাই এ্যানেট কোন্টাভিট। যেভাবে তিনি খেলছেন শুক্রবারের এই ম্যাচটাও খুব সহজেই জেতার কথা তার। তবে সংশয় উঁকি দিচ্ছে শারাপোভার মনে। কেননা এস্তোনিয়ার এই খেলোয়াড়ের বিপক্ষে এর আগে যে কখনই খেলেননি তিনি। তাছাড়া দ্বিতীয় রাউন্ডে এ্যানেট কোন্টাভিট পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন এবং স্টুটগার্ট ওপেনের পঞ্চম বাছাই স্পেনের গারবিন মুগুরুজাকে। তবে ঘরের মাঠের এই টুর্নামেন্টে এবারও হতাশ করলেন এ্যাঞ্জেলিক কারবার। টুর্নামেন্টের শীর্ষ বাছাইকে এদিন লজ্জাজনকভাবে হারিয়েছেন ক্রিস্টিনা মাদেনোভিচ। ফরাসী তারকা মাদেনোভিচ ৬-২ এবং ৭-৫ সেটে পরাজিত করেন গত সপ্তাহেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো কারবার। এদিন হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এবং রাশিয়ার সভেতলনা কুজনেতসোভাও। তবে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা।
×