ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গভীর রাতে রামেক হলে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৫:৪৪, ৮ এপ্রিল ২০১৭

গভীর রাতে রামেক হলে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজের হলে গভীর রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি ও হলে ভাংচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযানে গিয়ে ছাত্রশিবির রামেক শাখার সাবেক সভাপতি হেলালসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার। এর আগে ছাত্রশিবিরের কর্মীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর রাত আড়াইটা পর্যন্ত কলেজের নূর উন নবী হলে তল্লাশি চালিয়ে পুলিশ চাইনিজ কুড়াল ও জিহাদি বইপত্র জব্দ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে টি-টুয়েন্টি খেলায় বাংলাদেশ বিজয়ী হলে রামেক পিংকু হোস্টেলের শিক্ষার্থীরা উল্লাস করে। এ সময় ছাত্রশিবিরের কর্মীরা সেখানে বাংলাদেশের বিজয়ে কটূক্তি শুরু করে। এনিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের বাগবিত-া হয়। এর কিছুক্ষণ পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেই।
×