ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ০৩:৫০, ৪ এপ্রিল ২০১৭

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আরটিভি। রবিবার বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মুনমুন আহমেদ, গান করেন আলম আরা মিনু ও তাদের সঙ্গে র‌্যাম্পে অংশ নেন দেশের সেরা মডেলরা। এছাড়া ছিল সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরির বিশেষ পরিবেশনা। নৃত্যানুষ্ঠান পরিচালনা করেন মুনিরা ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিস্টিকরা সমাজের বোঝা নয়, সম্পদ। বিশ্বের অনেক জ্ঞানী ও বিজ্ঞানী অটিজম ছিলেন। তাই অটিজমদের উৎসাহ দিতে হবে, যেন সমাজে তারা আরও বড় অবদান রাখতে পারে। এর আগে অটিস্টিক শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরটিভির চেয়ারম্যান সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, অতীতে আমাদের চারপাশে অটিস্টিক শিশুদের লুকিয়ে রাখা হতো অভিশাপ মনে করে। কিন্তু সায়মা ওয়াজেদ পুতুল অটিজম সচেতনতায় কাজ করে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন। এ সময় অটিস্টিক শিশু ফেরদৌস মাহীর চিত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আপ্যায়ন কার্ডে স্থান পাওয়ায় আরটিভির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে আরটিভি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
×