ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক (পাস) ভর্তির রিলিজ সিøপের আবেদন শুরু ৪ এপ্রিল

প্রকাশিত: ০৬:২৫, ৩১ মার্চ ২০১৭

স্নাতক (পাস) ভর্তির রিলিজ সিøপের আবেদন শুরু ৪ এপ্রিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৪ এপ্রিল বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) লিঙ্কে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। লাকসামে অগ্নিকা-ে নিহত এক নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ৩০ মার্চ ॥ লাকসামে অগ্নিকা-ে দোকানের মালামাল ভস্মীভূত ও দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় দোকানের মালিক পুড়ে মারা যায়। নিহত ব্যাক্তির নাম গণেশ চন্দ্র মজুমদার (২৬)। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দুটা ৩০মিঃ পৌর এলাকার কোমরডোগা বাজারে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকজন দোকানের শাটার ভেঙ্গে নিহত গণেশ চন্দ্রকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিজ্ঞান ও প্রযুক্তিমেলা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩০ মার্চ ॥ ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’Ñ এই স্লোগানে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য কচুয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী করা হয়। তাছাড়া শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বিজ্ঞান অলিম্পিয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আহসানুল হক প্রমুখ। মুক্তিযোদ্ধাদের সম্মাননা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ মার্চ ॥ সদর উপজেলার মোহাম্মদপুর যুব কল্যাণ পরিষদের ৩০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠনের চত্বরে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেয়া হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী। এ সময় বক্তব্য রাখেনÑ মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান সোহাগ হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবদুল ওয়াফু তপু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
×