ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে জঙ্গীরা সফল হবে না ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ৩০ মার্চ ২০১৭

বাংলাদেশে জঙ্গীরা সফল হবে না ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ মার্চ ॥ খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বলেছেন, জঙ্গীবাদের থাবায় নতুন প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে। কেউ কেউ বিপথগামীও হচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের বিভ্রান্ত করা হচ্ছে। বুধবার সকালে কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গীরা আজ তাদের কর্মকা- দিয়ে মুসলিম সমাজকে অপমান করছে। পশ্চিমারা মুসলমানদের সন্দেহের চোখে দেখে। বিশ্বের অনেক দেশে ভিসা পেতে মুসলমানদের অসুবিধা হচ্ছে। কিছু ধর্মান্ধ বিপদগামী মানুষের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আজ আইনশৃঙ্খলা বাহিনীকে জঙ্গী দমনে নানা তথ্য দিয়ে সহযোগিতা করছে। বাংলাদেশে জঙ্গীরা সফল হবে না। কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন কমলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ফখরুজ্জামান, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু প্রমুখ। দুই দেশের সেনাদের চৌগাছার স্মৃতিবিজড়িত গ্রাম পরিদর্শন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযানের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর শহীদ সেনাদের স্মৃতিবিজড়িত চৌগাছা উপজেলার মুক্তিনগর এবং মুক্তারপুর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা। বুধবার সকালে প্রথমে মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র এমএলএ ও সাবেক আইনমন্ত্রী মসিয়ূর রহমানের নামে নামকরণ হওয়া গ্রাম মসিয়ূরনগরে অবস্থিত মুক্তিনগর শহীদ সরণি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা, এর পর আজমতপুর গ্রাম পরিদর্শন করেন তারা। এ সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ, হাইওয়ে পুলিশ ও চৌগাছা থানা পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী অংশ নেয়ার ঘোষণার পর পরই বর্তমান চৌগাছা উপজেলার শাহাজাদপুর সীমান্ত দিয়ে ভারতীয় বাহিনী পূর্ববঙ্গে ঢুকে আজমতপুর গ্রামে পাকবাহিনীর মুখোমুখি হয়। এরপর চৌগাছার মসিয়ূরনগর (তৎকালীন ছোট সিংহঝুলী) মুক্তিনগর শহীদ সরণি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পাকিস্তানী হানাদার বাহিনী ও ভারতীয় বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। বেস্ট ট্যালেন্ট প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এ্যান্ড টেকনোলজি খুলনা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৭৪টি উচ্চ মাধ্যমিক কলেজের ২৫০ শিক্ষার্থী নিয়ে বেস্ট ট্যালেন্ট প্রতিযোগিতা বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রতিযোগী ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে বুধবার সম্মাননা দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা শহরের নগর ভবনে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ এ সম্মাননা প্রদান করেন। জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হকসহ মুক্তিযোদ্ধা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা ১৭ জনের পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকার করে চেক দেয়া হয়।
×