ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইর ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৩:৩২, ২৭ মার্চ ২০১৭

ডিএসইর ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০১৫-১৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এটি অনুমোদিত হয়েছে। ২৩ মার্চ ডিএসইর ৫৫তম এজিএম মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ার, লেভেল-১২, নিকুঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকম-লীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়েছে। ২১ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে বোর্ডে নতুন পরিচালক অন্তর্ভুক্ত করা হয়। সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে এ বছর অবসরপ্রাপ্ত ২ (দুই) জন পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসুলের জায়গায় স্থলাভিষিক্ত হন মোঃ হানিফ ভূঁইয়া এবং শরীফ আতাউর রহমান। এছাড়া সভায় ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রণ্য চালুসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন- মোঃ রকিবুর রহমান, আহসানুল ইসলাম টিটু, আহমেদ রশিদ লালি, এএস শাহুদুল হক বুলবুল, মোস্তাক আহমেদ সাদেক, মিনহাজ মান্নান ইমন, এম মোয়াজ্জেম হোসেন, ডাঃ মোঃ জহিরুল ইসলাম, এজেডএম নাজিম উদ্দিন, এম রাজিব আহসান, খুজিস্তা নূর ই নাহরিন প্রমুখ।
×