
অনলাইন ডেস্ক ॥ গোটা ভারত সালমান খানকে যে প্রশ্নটা করতে চায়, একই প্রশ্ন করতে চান সোনাক্ষী সিংহও। ‘নুর’ ছবিতে তিনি সাংবাদিকের ভূমিকায়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাস্তবে সাংবাদিক হলে কী প্রশ্ন করতেন সালমানকে? অভিনেত্রী বলেন, ‘‘সবাই যেটা জানতে চায়!’’ অর্থাৎ ৫১ বছর বয়সি ‘ব্যাচেলর’ কবে বিয়ে করছেন, সেটাই জিজ্ঞেস করতে চান সোনাক্ষী। উত্তরটা কী দেবেন সালমান?
সুত্র : আনন্দবাজার পত্রিকা