ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারি

প্রকাশিত: ০৫:৫১, ২৩ মার্চ ২০১৭

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারি

থাইল্যান্ডের ব্যাংককে ২০১৭ এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২ এর কম্পাউন্ড ডিভিশনের খেলা শুরু হয়েছে বুধবার। র‌্যাঙ্কিং রাউন্ডে কম্পাউন্ড পুরুষ এককে বিভিন্ন দেশের ৬৭ জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের মোঃ আবুল কাশেম মামুন ৬৭১ স্কোর করে ৪৫তম, রামকৃষ্ণ সাহা ৬৬৮ স্কোর করে ৪৭তম, মোঃ নাজমুল হুদা ৬৫৫ স্কোর করে ৫৬তম এবং মোঃ মিলন মোল্যা ৬৫১ স্কোর করে ৫৮তম র‌্যাঙ্ক অর্জন করেছে। ইলিমিনেশনের ১ম রাউন্ডে রামকৃষ্ণ সাহা সংযুক্ত আরব আমিরাতের দারউইস আল বিসরীর নিকট ১৩৩-১৩১ স্কোরের ব্যবধানে পরাজিত হয়। কম্পাউন্ড মহিলা এককে র‌্যাঙ্কিং রাউন্ডে বিভিন্ন দেশের ৫৪ জন আরচ্যারের মধ্যে বাংলাদেশের রোকসানা আক্তার ৬৭৩ স্কোর করে ২৩তম, সুস্মিতা বণিক ৬৬১ স্কোর করে ৩৭তম, বন্যা আক্তার ৬৫৭ স্কোর করে ৪২তম এবং বিপাশা আক্তার ৬৩৫ স্কোর করে ৪৮তম র‌্যাঙ্ক অর্জন করে। কম্পাউন্ড মিশ্র দলগতভাবে র‌্যাঙ্কিং রাউন্ডে ১৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১৫তম র‌্যাঙ্ক অর্জন করেছে। ২৪ মার্চ-২০১৭ তারিখে মিশ্র দলগতভাবে ইলিমিনেশনের ১ম রাউন্ডে মালয়েশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। কম্পাউন্ড পুরুষ দলগতভাবে র‌্যাঙ্কিং রাউন্ডে ১৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩তম র‌্যাঙ্ক অর্জন করেছে। পুরুষ দলগতভাবে ইলিমিনেশনের ১ম রাউন্ডে চাইনিজ তাইপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। মহিলা দলগতভাবে র‌্যাঙ্কিং রাউন্ডে ১৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১১তম র‌্যাঙ্ক অর্জন করেছে। মহিলা দলগতভাবে ইলিমিনেশনের ১ম রাউন্ডে বাংলাদেশ দল ভিয়েতনাম দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। Ñবিজ্ঞপ্তি
×