ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

বশেমুরকৃতিতে ভিসি নিয়োগ নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৬, ২০ মার্চ ২০১৭

বশেমুরকৃতিতে  ভিসি নিয়োগ নিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভিসি নিয়োগকে কেন্দ্র করে শিক্ষকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমান ভিসি প্রফেসর ড. মাহবুবর রহমানকে দ্বিতীয় দফা মেয়াদ না বাড়িয়ে নতুন ভিসি নিয়োগের দাবিতে রবিবার বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষকরা সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। এ সময় তারা ভিসি প্রফেসর ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ। অধ্যাপক ড. কামরুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেনÑ সহযোগী অধ্যাপক ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক আরিফুর রহমান খান, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম খান প্রমুখ। বক্তরা বলেন, ২০১৩ সালের ২০ মার্চ চার বছর মেয়াদে প্রফেসর ড. মাহবুবর রহমান ভিসির দায়িত্ব পান। ২০১৭ সালের ১৯ মার্চ তার ওই মেয়াদ শেষ হচ্ছে। ইতোমধ্যে তিনি দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ পাওয়ার তদবির শুরু করেছেন। তিনি আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। তার সময়ে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিশ্ববিদ্যালয়টিতে গবেষণার মান নিম্নগামী হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা ব্যবস্থা নি¤œমান ও ঝুঁকিপূর্ণ হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বিএনপি ও জামায়াতীকরণ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও পছন্দের ব্যক্তিকে একাধিক দায়িত্ব দেন।
×