ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ মার্চ

প্রকাশিত: ০৪:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ মার্চ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ ফেব্রুয়ারি ॥ আবারও পিছিয়েছে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন । পৌর এলাকার দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে এক বৃদ্ধ নিহত এবং মা নাজমা বেগম ও নবজাতক সুরাইয়া মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় মামলার চার্জগঠনের জন্য আগামী ২৮ মার্চ ধার্য করেছে আদালত । সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফত হোসেনের আদালতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলার ধার্য দিন ছিল। মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমন, তৈয়বুর ও আইনাল পক্ষে তাদের আইনজীবীরা মামলা থেকে তাদের অব্যাহতির আবেদন করেছিলেন। সোমবার আরও দুই আসামি ফরিদ ও সুমন কারিগরের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। চার্জগঠনের সময় সকল আসামির উপস্থিত থাকার বিধান থাকায় এবং মুন্না নামে এক আসামি অন্য একটি মামলায় জেলে রয়েছে বলে তার আইনজীবী আদালত কে জানালে আদালত ২৮ মার্চ চার্জগঠন ও এবং ৫ আসামির অব্যাহতির আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
×