ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যামের মৃত্যু হয় বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্টে

প্রকাশিত: ০৪:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ন্যামের মৃত্যু হয় বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্টে

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামের রাসায়নিক অস্ত্রের বিষক্রিয়ায় নিহত হয়েছেন বলে মালয়েশিয়া জানিয়েছে। গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরের চেক ইন হলে এক নারী পেছন থেকে ঝাপটে ধরে নামের মুখে ‘তরল জাতীয় কিছু’ মাখিয়ে দেয়ার অল্প সময় পর তিনি হাসপাতালে মারা যান। খবর বিবিসির। মালয়েশিয়ার টক্সিকোলজি প্রতিবেদনে বলা হয়েছে, ন্যামের মুখে মাখিয়ে দেয়া হয় অতি বিষাক্ত এক রাসায়নিক, যারা নাম ‘ভিএক্স নার্ভ এজেন্ট’। জাতিসংঘের তালিকায় এই রাসায়নিক ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে চিহ্নিত। ন্যকে খুনের জন্য উত্তর কোরিয়ার সরকারকে মালয়েশিয়া সরাসরি দায়ী করছে না। তবে তাদের অভিযোগ এর পেছনে উত্তর কোরিয়ার নাগরিকরাই রয়েছে। মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার জানান, ন্যামের চোখ ও মুখ থেকে সংগ্রহ করা নমুনাটি যে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’, সে বিষয়ে তাদের বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন। আরও কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রান্ড কর্পোরেশনের যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ ব্রুস বেনেতের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রঙের দিক দিয়ে স্ফটিক স্বচ্ছ, স্বাদ-গন্ধহীন এই ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ এতটাই বিষাক্ত যে, সামান্য পরিমাণে এই রাসায়নিক দিয়ে এক মিনিটের মধ্যেই যে কাউকে হত্যা করা সম্ভব। জাপানের ফুজি টেলিভিশন গত সপ্তাহে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সেখানে এক নারীকে পেছন থেকে ন্যামের মুখ পেঁচিয়ে ধরতে দেখা যায়।
×