ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্নেল কুদরত এলাহী ও কাজী এমদাদুল হকের শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

কর্নেল কুদরত এলাহী ও  কাজী এমদাদুল হকের শাহাদাতবার্ষিকী আজ

শহীদ কর্নেল কুদরত এলাহী এবং শহীদ কর্নেল কাজী এমদাদুল হকের ৮তম শাহাদাতবার্ষিকী আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিয়ার বিদ্রোহে তারা নিহত হন। কর্নেল এলাহী তখন দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার ছিলেন। তিনি সুদানে শান্তি মিশনে সেক্টর কমান্ডার থাকাকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২০০৭ সালে তাকে সাহসিকতায় জাতিসংঘ পুরস্কারে ভূষিত করেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি আইবিএ থেকে এমবিএতে প্রথম স্থান লাভ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদ্রোহী আত্মর শান্তি কামনা করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসার, বিশিষ্ট কমান্ডো এবং তৎকালীন বিডিআর রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল কাজী এমদাদুল হক স্মৃতি সংসদের পক্ষ থেকে তার শাহাদাতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে জমায়েত, পুষ্পস্তবক অর্পণ ও কবর জেয়ারত। এদিন বাদ জোহর কাজী এমদাদুলের বড় ভাইয়ের বাসভবন ঢাকার ১০১/বি, মালিবাগ চৌধুরীপাড়ায় কোরানখানি, মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে তবারক বিতরণ করা হবে। অনুষ্ঠানে সহকর্মী আত্মীয়স্বজন ও সুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×