নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৯ ফেব্রুয়ারি ॥ চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রবিবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে ২৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।
রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত সাত আসামির মধ্যে আটক পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবি সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলী এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।
কুনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি
প্রকাশিত: ০৫:২৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: