ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রকাশিত: ০৪:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলায় শুক্রবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজশাহী কলেজ মাঠে তিন দিনব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । ঘুষ দিতে এসে গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ॥ সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিদর্শককে ঘুষ দিতে এসে মাহমুদুল হাসান রুবেল (২২) নামে এক আইনজীবীর সহকারী গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে ঘুষের ৪৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া শিশু অপহরণ মামলার রিমান্ডে থাকা আসামিকে বেশি জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে প্রেরণের জন্য সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন সরকারকে ঘুষ দিতে এসে গ্রেফতার হন রুবেল। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানার অভ্যন্তরে। হত্যা মামলায় মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সদরের চুরখাই গ্রামের সাত বছরের শিশু সোনিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আসামি রফিকুল ইসলাম কাজলের মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
×