ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ছয় দিনে ৩৫ গরু-ছাগলের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

লালমনিরহাটে ছয় দিনে ৩৫ গরু-ছাগলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জে গত ৬ দিনে অজনা রোগে ৩৫টি গরু-ছাগাল মারা গেছে। ফলে এনিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে দক্ষিণ দলগ্রামের পশুরামপাড়ার কৃষক-কৃষাণী। অজানা এই রোগের কারণে অনেকেই আবার তাদের গবাদিপশু বিক্রি করে দিচ্ছে। ফলে রোগটি জেলাময় ছড়িয়ে পড়ার আশষ্কা করছে। জানা যায়, বৃহস্পতিবার হঠাৎ গরু-ছাগল মারা যাওয়া শুরু। এতে আক্রান্ত গরু-ছাগলের প্রথমে পেছনের পা কাঁপুনি শুরু হয়। এরপর পেট ফুলে মাটিতে পড়ে পুরো শরীর কাঁপতে থাকে। এর এক থেকে দেড় ঘণ্টা পর আক্রান্ত গরু মুত্যুর কোলে ঢলে পড়ছে। আর ছাগল ওই অজনা রোগে আক্রান্ত হওয়ার ১০-১১ মিনিট পরেই মারা যায় বলে জানা গেছে। এনিয়ে গত ৬ দিনে ওই গ্রামের কৃষক শাহজাহান আলীর ৩টি গরু, ২টি ছাগল, মমিনুরের ২টি গরু, হযরত আলীর ১টি গরু ২টি ছাগল, নজিবর রহমানের ২টি গরু ১টি ছাগল, আলমগীরের ৩টি গরু, আনছার আলীর ২টি ছাগল, আক্তারুল ইসলাম হিরুর ২টি গরু, ১টি ছাগল, আযাদ রহমানের ৩টি গরু, সহিদারের ১টি গরু, মতিয়ার রহমানের ১টি গরু, আব্দুস সালামের ৩টি ছাগল, নুরভক্তের ২টি ছাগল, নুরজাহানের একটি করে ছাগল গরু মারা গেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম নাসিরুদ্দিন খান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে এটিকে নাইটট্রাইট পয়জনিং হিসেবে চিহ্নিত করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি।
×