ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেনিফার লরেন্স ॥ বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

জেনিফার লরেন্স ॥ বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী

জেনিফার লরেন্স সিনেমার বড়পর্দায় এসেছিলেন ২০০৮ সালে। কিন্তু এরই মাঝে পেয়েছেন ৩টি অস্কার নমিনেশন। ইতোমধ্যে সিনেমার দুনিয়ার সেরা সেরা সব পুরস্কার বাসায় নিয়ে গেছেন। অন্যদিকে মাত্র ২২ বছর বয়সে ‘ঝরষাবৎ খরহরহমং চষধুনড়ড়শ’ এর জন্য পেয়েছেন অস্কার। শুধু মাথা নষ্ট করা সৌন্দর্য নয়, আছে নিপুণ অভিনয় দক্ষতা। এই গুণী শিল্পীর জন্ম ১৯৯০ সালের ১৫ আগস্ট। পরিবারে মা এবং বাবার সঙ্গে আছে দুই ভাই, বোন এবং লরেন্স। স্কুলজীবনে জেনিফার ছিলেন অনেক চঞ্চল, সবসময় দৌড়াদৌড়ি, লাফালাফি করে কাটাতেন। টমবয়দের মতো করে ঘুরে বেড়াতেন। প্রি-স্কুলে পড়ার সময় তার মেয়েদের সঙ্গে তার খেলাধুলা করা নিষেধ ছিল, কেননা তিনি ছিলেন অনেক রুক্ষ। ছোট থেকেই তিনি খেলাপ্রেমী। বাস্কেট বল, হকিসহ অনেক খেলায় পারদর্শী। বাবা খেলার টিমের কোচ থাকার সুবাদে ছেলেবেলা লরেন্সের কাটে ছেলেদের টিমে খেলার মাধ্যমে। তবে ছোট থেকেই চাইতেন মানুষ তাকে কাজের মাধ্যমে চিনুক। সেই লক্ষ্যেই তিনি বেছে নিয়েছেন অভিনয়ের দুনিয়া। যখন তিনি ৭ম গ্রেডে পড়েন, তখন স্কুলের ‘সবচেয়ে বেশি কথা বলে’ এমন একটি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ভোট পান। জেনিফার লরেন্স যে কথা বলতে কতটা ভালবাসেন, তার কয়েকটি সাক্ষাতকার দেখলেই বোঝা যায়। জেনিফারের অভিনয়ের আলাদা কোন ট্রেনিং ছিল না। যদিও জেনিফার লরেন্স জীবনের প্রথম অভিনয় ছিল স্কুলের সামার ক্যাম্পে। তার করা প্রথম চরিত্রটি ছিল এক পতিতার। ২২ বছর বয়সে লরেন্স টিফ্যানি ম্যক্সওয়েলের নির্দেশনায় একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র সিলভার লিঙিস প্লেবুক-এ অভিনয় করেন। এই অভিনয়ের জন্যে তিনি দর্শকজনপ্রিয়তা এবং কয়েকটি পুরস্কার লাভ করেন। পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস এবং এ্যাওয়ার্ড ফর বেস্ট এ্যাক্ট্রেস। এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি অস্কারে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রীর খেতাব লাভ করেন। ২০১৩ সালে কমেডি ড্রামা আমেরিকান হাসেল-এ অভিনয়ের জন্যে লরেন্স গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা এ্যাওয়ার্ড এবং তৃতীয়বারের মতো এ্যাকাডেমি পুরস্কার পান। ফোর্বসম্যাগাজিনের তৈরি তালিকা অনুযায়ী জেনিফার লরেন্স ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। অবসর সময়ে তিনি স্কেটবর্ডিং করতে ভালবাসেন। ফ্যাশন সচেতন হিসেবে তার সুনাম রয়েছে বেশ। নিত্যনতুন ফ্যাশন নিজের মাঝে তুলে ধরা তার পছন্দের একটি কাজ। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের ভিসা নিষিদ্ধকরণের যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন, এই অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। এই হলিউড অভিনেত্রী ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ট্রাম্পের এ অভিবাসন নিষেধাজ্ঞা নীতির প্রতি নিন্দা জানিয়েছেন। জেনিফার বলেন, যেসব মুসলিম শরণার্থীরা সন্ত্রাসী হামলার হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। ‘মুসলিম ভিসা’ নিষিদ্ধের এই সিদ্ধান্ত খুবই অমানবিক। শুধুমাত্র ধর্মের কারণে কারও উপর এমন অমানবিক ব্যবহার আমরা করতে পারি না। তিনি আরও বলেন, ‘আমাদের সবসময় অসহায় মানুষকে রক্ষা করতে সবসময় এগিয়ে আসা উচিত। আশা করি হোয়াইট হাউসে বিবেচনা ও মানবিকতা বোধ ফিরে আসবে।
×