ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুদীপ্ত ধ্রুব

সিনেমায় ব্যস্ত শবনম বুবলি

প্রকাশিত: ০৫:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

সিনেমায় ব্যস্ত শবনম বুবলি

শবনম ইয়াসমিন বুবলি তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ডাক নাম বুবলি হলেও বাসায় কেউ তাকে ডাকে বাবাই। কেউবা বাবান, আবার কেউ বাবলা বলে। আর মা ডাকেন ‘মোহাম্মদ’ বলে। মায়ের এই নামে ডাকার কারণ বোনদের মধ্যে সবার ছোট। মা সব সময় শবনম ইয়াসমিনকে ছেলের মতো দেখতেন বলেই এই নামে ডাকতেন।’ তিন বোনের মধ্যে বড় বোন গান করেন। মেজ বোন সংবাদ পাঠিকা। বুবলি প্রথমে ভর্তি হন সংবাদ পাঠ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (জবস এ-ওয়ান)। তবে বেশি দিন ক্লাস করতে পারেননি। তিনটি ক্লাস করেই পরিবারের সবাই মিলে দেশের বাইরে ঘুরতে চলে গেলেন। ফিরে এসে দেখেন সব ক্লাস শেষে পরীক্ষা চলছে! তিনটি ক্লাসের অভিজ্ঞতা নিয়েই পরীক্ষায় অংশ নিলেন। প্রশিক্ষকরা তার ভূয়সী প্রশংসা করেন। তাদের অনুপ্রেরণায় অডিশন দিলেন বাংলাভিশনে। সুযোগও পেয়ে গেলেন। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শূটিং চলাকালীন তিনি ‘শূটার’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং এই ছবিতেও তার বিপরীতে ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদ-উল-আযহায় সারাদেশে মুক্তি পায়। স্কুল-কলেজে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় করলেও বুবলির সেই অভিজ্ঞতা নেই। মাঝে মধ্যে সংবাদ পাঠ করাটা ভালভাবে শেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতেন ওই পর্যন্ত। মা তাকে গানের স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিলেন। কিন্তু গান শেখাতে বরাবরই ফাঁকিবাজ ছিলেন। তাই গানটা ঠিকমতো শিখতে পারেননি। ঈদে জোড়া ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক। বিপরীতে নায়ক শাকিব খান। দুটিই ব্যবসা সফল। বর্তমানে কাজ করছেন শাহাদাৎ হোসেন লিটনের ‘অহঙ্কার’ ছবিতে। এখানেও তার নায়ক শাকিব খান। ‘অহঙ্কার’ নিয়েই এখন তার যত ব্যস্ততা।
×