ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী বাজেট হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

আগামী বাজেট হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী বাজেটের আকার হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। গত রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ওই সভায় অর্থমন্ত্রী বলেন, এই সরকারের অন্যতম লক্ষ্য ছিল বাজেট বা সরকারী ব্যয় বাড়িয়ে অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা। সে কারণে ২০০৯ সালে মহাজোট সরকারের প্রথম বাজেট যেখানে ৯৫ হাজার কোটি টাকা ছিল, ২০১৬ সালে এসে তা ৩ লাখ ২০ হাজার কোটি টাকায় উন্নীত হয়। আর চলতি মেয়াদে বর্তমান সরকারের শেষ বাজেট ২০১৮-১৯ অর্থবছরে পাঁচ লাখ কোটি টাকা ছোঁবে বলে তিনি জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কিছু পশ্চিমা দেশ আর গণ্যমাধ্যম মিলে আমাদের বদনাম করতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে কানাডার আদালতে প্রমাণিত হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি হয়নি।’বিগত আট বছরে বাংলাদেশের অর্থনীতির নানা অগ্রগতির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু মূলনীতি নির্ধারণ করেছিল। এর অন্যতম হচ্ছে বিদ্যুত চাহিদা পূরণ, শিক্ষার প্রসার আর দারিদ্র্য বিমোচন। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, বিদ্যুত আর শিক্ষা সহজলভ্য করে দিতে পারলে সরকার বা কারও কিছু করতে হবে না। মানুষ নিজেরাই উন্নয়নের পথ খুঁজে নেবে। প্রবাসী বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, আগামী বছর থেকে গ্যাসের সঙ্কটও কেটে যাবে। এরপর অন্তত ২০ বছর পর্যন্ত নিশ্চিতভাবে গ্যাস পাওয়া যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা মানপত্র পাঠ করেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারওয়ার কবির। বগুড়ায় অর্ধকোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য প্রিয় মানুষটিকে মূল্যবান কোন উপহার দেয়া যাক বা না যাক, ছোট্ট একটি ফুল দিয়ে প্রকাশ করা যেতে পারে হৃদয়ের গভীরে থাকা ভালবাসা। তাই বিশেষ দিবসে প্রিয় মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে সবাই ছোটে ফুলের দোকানে। বগুড়ার ফুল ব্যবসায়ীরা পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসকে কেন্দ্র করে অর্ধকোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন। এবার জেলায় প্রতিটি ফুলের দোকানে নির্দিষ্ট পরিমাণ ফুল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফুল ব্যবসায়ী সমিতি। বগুড়ার পার্ক রোডের ফুল মার্কেটের সব দোকানিই এখন ব্যস্ত পহেলা ফাল্গুন ও ভ্যালেনটাইন ডেকে সামনে রেখে ফুল সংগ্রহের কাজে। এসব দিনে লাল গোলাপের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই তারা ছুটছে জেলার শিবগঞ্জ, গাবতলী, শাহজাহানপুরসহ বেশ কয়েকটি উপজেলার ফুলচাষীদের কাছে। ফুলচাষী ও ব্যবসায়ীরা জানান, ভালবাসা দিবস উপলক্ষে ফুলের বিক্রি যেমন বেড়ে যায় তেমনি লাভও অনেক বেশি হয়। Ñঅর্থনৈতিক রিপোর্টার ২০ হাজার টন আলু রফতানি করবে প্রাণ চলতি বছর ২০ হাজার টন আলু রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় বছরের মতো আলু রফতানি শুরু করেছে প্রাণ। গত ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর দিয়ে ৫২ টনের প্রথম চালানটি মালয়েশিয়ায় পাঠানো হয়। প্রাণ চুক্তিভিত্তিক কৃষকদের থেকে গ্রানুলা, ডায়মন্ড ও এ্যাসটেরিক্স জাতের মানসম্পন্ন আলু সংগ্রহ করে। বর্তমানে দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে প্রাণের চুক্তিভিত্তিক প্রায় ২০০০ আলুচাষী রয়েছেন। দিনাজপুরের বিরল উপজেলার চুক্তিভিত্তিক আলুচাষী আব্দুল মজিদ বলেন, দুই বছর ধরে তিনি প্রাণের কাছে আলু সরবরাহ করছেন। গত বছর তিনি তিন একর জমিতে আলু চাষ করেছিলেন। চুক্তিভিত্তিক চাষ লাভজনক হওয়ায় এবার চার একর জমিতে চাষ করেছেন বলেও তিনি জানান। উন্নতমানের আলু উৎপাদনের লক্ষ্যে প্রাণ কৃষকদের স্বল্পমূল্যে উন্নতমানের বীজ ও সার সরবরাহ করছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেয়ায় উন্নতমানের আলু উৎপাদন সম্ভব হচ্ছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×