ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউল্যাবে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

ইউল্যাবে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১০-১১ ফেব্রুয়ারি, ২০১৭ অনুষ্ঠিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন শেষ হয়েছে। ইউল্যাবের অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)। সমাপনী দিনে বক্তৃতা করেন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রফেসর ক্যারোলিন রবার্টসস। এসডিজি ১৪ (সাগর মহাসাগর এবং সমুদ্র সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবহার নিশ্চিত করা) বিষয়ক আলোচনায় ডঃ মেরিয়ন গ্ল্যাসের মডারেশনে অংশ নেন ডঃ ব্রায়ান স্মিথ, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর, ওয়ার্ল্ডলাইফ কনজারভেশন সোসাইটি, বাংলাদেশ। ডঃ আবু নাসের আব্দুল্লাহ, উপ-সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, ডঃ নাইমুল নাসের, প্রফেসর, প্রাণীবিজ্ঞান, ঢাবি, ডঃ বিনয় কুমার বর্মণ, সিনিয়র সাইন্টিস্ট, ওয়ার্ল্ডফিশ, বাংলাদেশ ও সাউথ এশিয়া ও শাহাদাৎ আলী খান। সম্মেলনে ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান বেস্ট পেপার এ্যাওয়ার্ডস দেন। ইউল্যাব বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ এমপির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি হয়। -বিজ্ঞপ্তি
×