ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ক্ষুদ্র পেসমেকার

প্রকাশিত: ০৫:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

সবচেয়ে ক্ষুদ্র পেসমেকার

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির পেসমেকার তৈরি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। এটি দেখতে অবিকল ছোট আকারের একটি ক্যাপসুলের মতো। শুধু তাই নয় মার্কিন চিকিৎসকরা ইতোমধ্যে এই যন্ত্র একজন রোগীর হৃদযন্ত্রে স্থাপন করেছেন। পেসমেকার এমন এক ধরনের যন্ত্র যা অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখে। হৃদস্পন্দনের ছন্দময়তা বজায় রাখে। নতুন আবিষ্কৃত এই পেসমেকারের নাম দেয়া হয়েছে টিপিএস। যন্ত্রটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করেছে। নতুন এই পেসমেকার যুক্তরাষ্ট্রের হিউস্টনের মেথোডিস্ট হাসপাতালে এক রোগীর হৃদযন্ত্রে স্থাপন করা হয়। এই চিকিৎসক দলের নেতৃত্ব দেন পল সুরমান নামের এক ডাক্তার। তিনি বলেন, এই পেসমেকার স্থাপন কোন জটিল প্রক্রিয়া নয়। প্রথমবারের মতো রোগীর দেহে স্থাপনের পর এটি ঠিকঠাক কাজ করছে। আমার বিশ্বাস এই যন্ত্র রোগীর দেহে স্থাপনের মাধ্যমে অনেকের জীবন বাঁচানো যাবে। যাদের হার্ট স্পন্দন কম তারা এই পেসমেকার সহজেই ব্যবহার করতে পারেন। আরও বড় খবর হলো এই পেসমেকারের ব্যাটারির স্থায়িত্ব হবে অন্তত ১০ বছর। আর এটি রোগীর শরীরের সঙ্গে সহজেই মানিয়ে যেতে পারে। -সায়েন্স ডেইলি অবলম্বনে।
×