ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ॥ হুমকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত: ০৪:৪১, ২ ফেব্রুয়ারি ২০১৭

বাউফলে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ॥ হুমকিতে জনস্বাস্থ্য

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ ফেব্রুয়ারি ॥ বাউফলে কালাইয়া বন্দরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এর নির্গত ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারণে তিনি কোন ব্যবস্থা নেননি। অভিযোগ রয়েছে, ওই বন্দরের কালাইয়া-দাশপাড়া বেইলি ব্রিজের পূর্বপাশে একটি ওয়াকফ এস্টেটের জমিতে মিজান মোল্লা নামের এক যুবলীগ নেতা কয়লা ভাঁটি নির্মাণ করেন। সরজমিনে দেখা গেছে, জনবসতিপর্ণ এলাকায় নির্মাণ করা কয়লার ভাঁটি বিশাল আকৃতির ছয়টি চুলা বসানো হয়েছে। এসব চুলা থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। কয়লাভাঁটির দায়িত্বে থাকা আনোয়ারুল ইসলাম নামে এক মিস্ত্রি জানান, প্রতিমাসে প্রায় চার হাজার মণ কাঁচা কাঠ পোড়ানো হয় এ ভাঁটিতে। স্থানীয়ভাবে বেপারিদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এ ভাঁটির জন্য গাছ কিনে আনা হয়। ওই ভাঁটি সংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ভাঁটি চালু হওয়ার পর থেকেই শ্বাসযন্ত্রের প্রদাহসহ নানা রোগে ভুগছেন তারা। স্থানীয় কয়েক ব্যক্তি বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ জামানের কাছে লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
×