ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গয়না কিনলেই আয়কর দফতরে নাম-ঠিকানা

প্রকাশিত: ২০:০৮, ৩১ জানুয়ারি ২০১৭

গয়না কিনলেই আয়কর দফতরে নাম-ঠিকানা

অনলাইন ডেস্ক ॥কালো টাকায় রাশ টানতে আয়কর দফতরের কড়াকড়ি বাড়ছে গয়না শিল্পে। ২ লক্ষ টাকার কম মূল্যের গয়না কেনার ক্ষেত্রে প্যান দাখিল করা বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করেছে তারা। তবে আয়কর দফতরের ইনটেলিজেন্স অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত ডিরেক্টর প্রিয়ব্রত প্রামাণিক ব্যবসায়ীদের জানান, ওই মূল্যের গয়না যাঁরা কিনবেন, তাঁদের নাম-ঠিকানা এবং টেলিফোন নম্বর নথিভুক্ত করে তা আয়কর দফতরকে জানাতে হবে। সোমবার বউবাজারের গয়নার দোকানের মালিকদের সঙ্গে বৈঠক করেন প্রিয়ব্রতবাবু। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে এ প্রসঙ্গে বলেন, ‘‘২ লক্ষ টাকার কম মূল্যের গয়না কেনার ক্ষেত্রেও প্যান কার্ডের নম্বর বিলে উল্লেখ করতে হবে বলে ক্রেতাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল। সেটা ক্রমশ কাটছে। ফলে গয়না বিক্রিও বাড়ছে।’’ নোট বাতিল সংক্রান্ত ঘোষণার পরে এক সময়ে বিক্রি প্রায় ৮০ শতাংশ পড়ে গিয়েছিল। তবে ক্রমশ তা বাড়ছে বলে বাবলুবাবু জানান। এ দিকে, শুধু বকেয়া কর আদায় এবং জরিমানা করা নয়, বড়সড় অঙ্কের কালো টাকা ধরা পড়লে তার মালিককে এ বার জেলে পাঠানোর কথা ভাবছে আয়কর দফতর। প্রিয়ব্রতবাবু সোনার দোকান, গাড়ির ডিলার অথবা রিয়েল এস্টেট বা আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সংস্থাকে এই বলে সাবধান করেন যে, যদি তাঁরা কালো টাকার মালিকদের কোনও ভাবে সহায়তা করেন, তা হলে তাঁরাও শাস্তির হাত থেকে রেহাই পাবেন না। সোমবারের বৈঠকে প্রিয়ব্রতবাবু হুঁশিয়ারি দেন, এ বার থেকে আয়কর দফতর কালো টাকার মোকাবিলায় আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। গয়না বিক্রির হিসাব সংক্রান্ত স্টেটমেন্ট অব ফিনান্সিয়াল ট্রানজাকশন কী ভাবে আয়কর দফতরের কাছে পাঠাতে হবে, তা এ দিন তিনি গয়নার দোকানের মালিকদের কাছে ব্যাখ্যা করেন। বাবলুবাবুদের আশা, আসন্ন কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি শুল্কের হার কমানো হতে পারে। সেটা হলে গয়নার বাজার ফের চাঙ্গা হবে বলে গয়না ব্যবসায়ীদের ধারণা। সোনার গয়নার মালিকদের সঙ্গে আয়কর-কর্তাদের ওই বৈঠকে উপস্থিত দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় পরিষদের চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেন, গয়না শিল্প যাতে মার না-খায়, তা সকলকেই দেখতে হবে। দেশের আর্থিক বৃদ্ধির চাকায় গতি ফেরানোয় এই শিল্পের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাই ব্যবসা যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না-হয়, তা নিশ্চিত করা জরুরি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×