ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছায়ানটে প্রাণের খেলায় রবীন্দ্রনাথের গান

প্রকাশিত: ০৪:০৬, ৩০ জানুয়ারি ২০১৭

ছায়ানটে প্রাণের খেলায় রবীন্দ্রনাথের গান

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নাগরিক গানের অগ্রপথিক রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের অন্তরতম অনুভূতি তিনি গানে চমৎকারভাবে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ তাঁর গানে বাণীর প্রকাশ সৌকর্য্য এবং মর্মগ্রাহী সুর-তালের সম্মিলনে শ্রোতার চিত্তকে জয় করতে সামর্থ হয়েছেন। রবীন্দ্রগানের মাধুর্য আস্বাদনে আমাদের মনে মানবিক চেতনার সঞ্চার হয়। ছায়ানট মিলনায়তনে নিয়মিত আয়োজন ‘প্রাণের খেলা’ শীর্ষক গানের আসরের এবারের পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। এবারের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনাবেন আনন্দময়ী মজুমদার এবং বুলবুল ইসলাম। ওইদিন সন্ধ্যা ৬-৩০মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে। প্রাণের খেলা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত বলে জানা গেছে।
×