ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগমারা এখন উন্নয়নের জনপদ ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ জানুয়ারি ২০১৭

বাগমারা এখন উন্নয়নের জনপদ ॥ বিদ্যুত  প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এক সময়ের আলোচিত সন্ত্রাসী বাংলা ভাইয়ের জনপথ রাজশাহীর বাগমারা এখন শিক্ষিক জনগণ ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে উল্লেখ করে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, চলতি অর্থবছরের মধ্যেই রাজশাহীর বাগমারায় শতভাগ বিদ্যুত নিশ্চিত করা হবে। তিনি বলেন, শুধু শতভাগ নয়, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে। শুক্রবার বিকেলে রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাগমারায় ১৭ ভাগ বাড়িতে বিদ্যুত সংযোগ ছিল। বতর্মান সরকারের আমলে ৮৫ ভাগ বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, এলাকার উন্নয়ন করতে হলে শেখ হাসিনার নৌকায় ভোট দিতে হবে। আগামীর নির্বাচন হবে শেখ হাসিনার বিজয়ের নির্বাচন। তিনি বলেন, সন্ত্রাসী ও বাংলা ভাইয়ের জনপথ বাগমারা শিক্ষিত জনপদে পরিণত হয়েছে। এই এলাকায় কৃষি, মৎস্য ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা দেশের অনেক স্থানেই হয়নি। তিনি বাগমারায় চারটি সোলার ইজিবাইক স্টেশন স্থাপনার ঘোষণা দিয়ে এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য গ্যাস দেয়ারও প্রতিশ্রুতি দেন। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার হাটগাঙ্গোপাড়ায় স্থাপিত ১০ মেগাওয়াটের বিদ্যুতের সাবস্টেশনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলার চানপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন।
×